‘চৌরঙ্গী’ খ্যাত অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন

অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। ছবি: সংগৃহীত

কলকাতার খ্যাতিমান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক মারা গেছেন। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। 

গতকাল শুক্রবার রাতে শ্বাসকষ্ট-জনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

ভারতের হিন্দুস্থান টাইমসহ একাধিক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, অঞ্জনা ভৌমিক ষাট থেকে আশির দশকে বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। 'চৌরঙ্গী', 'থানা থেকে আসছি' ও 'নায়িকা সংবাদ'-এর মতো সিনেমায় অভিনয় করে আলোচিত ছিলেন। 

অঞ্জনা ভৌমিকের মেয়ে নীলাঞ্জনা ও চন্দনা দুজনেই একসময় অভিনয় করতেন। নীলাঞ্জনা এখন টেলিভিশনের প্রযোজক। তার স্বামী অভিনেতা  যিশু সেনগুপ্ত। 

অভিনেত্রীর প্রয়াণে কলকাতায় শোকের ছায়া নেমে এসেছে। 

Comments

The Daily Star  | English

NCP stages protest at EC office, demands reconstitution of commission

The protest, organised by the party's Dhaka Metropolitan Committee, commenced at 12:00pm

Now