সাতক্ষীরা ও খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

সাতক্ষীরা ও খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।

সাতক্ষীরা ও খুলনায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ৩ শ্রমিক আহত হন। 

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের নড়েরাবাদ এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক কামরুল সরদার (৪৭) উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কামরুল সরদারসহ ৪ জন আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের আজাদুল ইসলামের মৎস্য ঘেরে কাজ করছিলেন। বিকেল চাড়ে ৪টার দিকে বজ্রপাতে কামরুল সরদার ঘটনাস্থলে নিহত হয়। 

এ সময় উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের আজাদ, কিবরিয়া ফকির ও উত্তর চাপড়া গ্রামের আবুল খায়ের আহত হয়। তাদের মধ্যে ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আবুল খায়েরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাপপুর ইউনিয়নে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. নাজমুল মলঙ্গী ও মো. এনামুল মলঙ্গী।

শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি ডেইলি স্টারকে বলেন, 'নিহত দুজন ভাই। মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।'

Comments