শরীয়তপুর

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জন মারা গেছেন।
বজ্রপাত
প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৩ জন মারা গেছেন।

আজ রোববার বিকেলে উপজেলার বাহিরকুশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ৩ জন হলেন শাহীন শেখ (৩৮), সিরাজ ওঝা (৫০) ও শাহীন মাঝি (৪০)।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম দ্য ডেইলি স্টারকে জানান, মৃত ৩ জনের বাড়ি নড়িয়ার ডিঙ্গামানিক এলাকায়। তারা কৃষিকাজের পাশাপাশি মাছের খামারে শ্রমিকের কাজ করতেন। 

আজ বিকেলে ওই ৩ জনসহ মোট ৮ জন উপজেলার বাহিরকুশিয়া এলাকায় একটি মাছের খামারে মাছ ধরতে যান। ৫ জন খামারের পানিতে নৌকায় করে মাছ ধরছিলেন। ওই ৩ জন পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বজ্রপাত হলে ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, তাদের মরদেহ নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছিল। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments