বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারন এলাকার একটি বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশু মারা গেছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।
বজ্রপাত
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারন এলাকার একটি বিলে শাপলা তুলতে গিয়ে বজ্রপাতে ৩ শিশু মারা গেছে। এ ঘটনায় আরও এক শিশু আহত হয়েছে।

আজ শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ৩ জন হলো- মো. রবিউল হাসান (১২), সানজিদা আক্তার (৯), মো .লামীম (১২)। আহত শিশুর নাম সিফাত হোসেন।

টঙ্গীবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান ও রবিউলের বড় ভাই মো. মিঠু  জানান, দুপুরে রবিউল, সানজিদা, লামীম ও সিফাত ধামরন এলাকার একটি বিলে শাপলা তুলতে যায়। ওই সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ৩ শিশু আহত হয়। সেখান থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস বলেন, 'হাসপাতালে আনার আগেই শিশুরা মারা যায়।'

Comments

The Daily Star  | English

BNP places several demands to Yunus, including removal of 'one or two' members of interim govt

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir led the six-member delegation at the State Guest House Jamuna.

3h ago