পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট লঞ্চ চলাচল বন্ধ

স্টার অনলাইন গ্রাফিক্স

পদ্মা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

আজ সোমবার দুপুর ১২টার দিকে পাটুরিয়া লঞ্চ ঘাটের ব্যবস্থাপক পান্না লাল নন্দী এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘাট এলাকায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাস বেড়ে যাওয়ায় নদীতে উত্তাল ঢেউ তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে সকাল ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২০টি ও আরিচা-কাজিরহাট নৌপথে ১৩টি লঞ্চ রয়েছে।'

তবে, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক সালাম হোসেন ডেইলি স্টারকে বলেন, 'পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ১৭টি ফেরির মধ্যে ১১টি এবং আরিচা-কাজিরহাট নৌপথে ৫টি ফেরির সবকটিই চলাচল করছে। নদী উত্তাল ও স্রোত থাকায় ফেরি পারাপারে বেশি সময় লাগছে। ঘাট এলাকায় পর্যাপ্ত ফেরি থাকলেও যানবাহনের কোনো চাপ নেই। তবে, নদীতে স্রোত ও উত্তাল হাওয়া বেড়ে গেলে ফেরি চলাচলও বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।'

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago