ঝড়ো আবহাওয়ায় ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসের কারণে রাজধানী ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ো বাতাসের কারণে রাজধানী ঢাকার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা তৈরি হয়েছে।

সোমবার সন্ধ্যার পর থেকে রাজধানীর কুর্মিটোলা, মোহাম্মদপুর, মিরপুর, শান্তিনগরসহ বেশ কিছু এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

সোমবার রাতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে পিজিসিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিয়েছে। 

এছাড়া বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে তারের ওপর গাছপালা পড়ে যাওয়ায় ডিপিডিসির কিছু কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে। 

কারিগরি দল বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে বলে ওই পোস্টে বলা হয়েছে। 

বিদ্যুতের এ সাময়িক অসুবিধার জন্য ডিপিডিসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Comments