ঢাবিতে গাছ উপড়ে আহত ১

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গেছে। এর মধ্যে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের গেটে গাছ পড়ে একজন আহত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে উপড়ে যাওয়া গাছ। ছবি: স্টার

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে দমকা হাওয়া ও বৃষ্টির মধ্যে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় গাছ উপড়ে গেছে। এর মধ্যে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের গেটে গাছ পড়ে একজন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আরবরি কালচার সেন্টার সূত্রে জানা গেছে, অমর একুশে হলে একটি নিম আকাশ, জগন্নাথ হলের সাউথ ভবনের সামনে বেল গাছ, টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের সামনে রাবার গাছ, স্যার সলিমুল্লাহ মুসলিম হল, জহুরুল হক হল, প্রভোস্ট বাংলোতে এবং তিন নেতার মাজারের সামনে একটি জাম গাছ পড়ে গেছে৷

রাজধানীতে হাতেগোনা যে কয়েকটি জায়গায় গাছের আচ্ছাদন আছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম৷

শহীদুল্লাহ হলের গেটের সামনের কৃষ্ণচূড়া গাছটি গত রাত ৮টার দিকে উপড়ে যায়৷ সেখানে হলের লন্ড্রি কর্মী মোহাম্মদ ফখরুল ইসলাম চাপা পড়েন৷ তিনি মাথায় চোট পেয়েছেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়৷

শহীদুল্লাহ হলের নিরাপত্তা কর্মী কবির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাছটি যখন পড়ে তখন আমি দায়িত্বে ছিলাম৷ আমার সামনে গাছটি পড়ে গিয়ে ফখরুল আহত হয়৷'

হলের প্রাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক জাবেদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'কৃষ্ণচূড়া গাছটি পড়ে যিনি আহত হয়েছেন তিনি এখন সুস্থ আছেন৷'

অমর একুশে হলের ভেতরে আকাশ নিম গাছটির বিষয়ে আরবরি ক্যালচার সেন্টারের পরিচালক জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা দ্য ডেইলি স্টারকে বলেন, হলের প্রতিষ্ঠা সময়ে গাছটি রোপণ করা হয়েছিল৷ খুব সুন্দর একটি গাছ ছিল৷ গাছটি পড়ে যাওয়ার খবর পেয়ে খুব কষ্ট পেয়েছি৷ আমার জানা মতে ক্যাম্পাসে মাত্র দুটি আকাশ নিম ছিল৷ একটি পড়ে গেল৷ আরেকটি মোকাররম ভবন এলাকায় আছে৷ গাছের শিকড় অগভীরে থাকায় গাছটি ঝড়-বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারেনি।'

মিহির লাল সাহা বলেন, 'ক্যাম্পাসে অসংখ্য গাছ আছে৷ ঝড়-বৃষ্টির সময় শিক্ষার্থীরা যাতে সাবধান থাকে৷'

Comments