ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ৭ জেলায় মৃত্যু অন্তত ১১

ঘূর্ণিঝড় সিত্রাং
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে খুলনা জেলার কয়রা উপজেলায় মদিনাবাগ কপোতাক্ষ নদী এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টি হয়। হাবিবুর রহমান/স্টার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের ৭ জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

তাদের মধ্যে কুমিল্লায় ৩, ভোলায় ২, সিরাজগঞ্জে ২ এবং শরীয়তপুর, বরগুনা, নড়াইল ও ঢাকায় একজন করে রয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় আঘাত হানলে এর প্রভাবে নৌকাডুবি, গাছ ও দেয়ালচাপায় তাদের মৃত্যু হয়।

কুমিল্লা সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাত ৯টার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাসে জেলার নাঙ্গলকোট উপজেলায় হেসাখাল পশ্চিম পাড়ায় ঘরের ওপর গাছ পড়ে শিশুকন্যসহ বাবা ও মা মারা যান।

তারা হলেন—নেজাম উদ্দিন (৩০), সাথী আক্তার (২৫) ও লিজা আক্তার (৪)।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেবদাস দে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

ঘূর্ণিঝড় সিত্রাং
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কয়রায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টি। হাবিবুর রহমান/স্টার

বরিশাল সংবাদদাতা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাসে গাছচাপায় ভোলার চরফ্যাশন উপজেলায় ২ জন মারা গেছেন।

ভোলার চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন—বিবি খাদিজা (৮০) ও মনির হোসেন (৩০)।

পটুয়াখালী সংবাদদাতা জানিয়েছেন, বরগুনা সদর উপজেলার বুড়ির চর এলাকায় শতবর্ষী আমেনা বেগমের মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির ডেইলি স্টারকে বলেন, 'রাত ৮টার দিকে ঝড়ো বাতাসে ঘরের চালের ওপর গাছ পড়লে শতবর্ষী আমেনা বেগম ঘটনাস্থলেই মারা যান।'

খুলনা সংবাদদাতা জানিয়েছেন, গতকাল দুপুর ১২টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে পল্লী সঞ্চয় ব্যাংকের কাছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দমকা বাতাসে ভেঙে যাওয়া গাছের ডালের আঘাতে এক নারী মারা যান।

মৃত মর্জিনা বেগম (৩২) উপজেলার পৌর এলাকার রাজুপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি গৃহকর্মীর কাজ করতেন।

শরীয়তপুর সংবাদদাতা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার জাজিরা উপজেলায় সিদারচর গ্রামে গাছের ডাল ভেঙে পড়লে সফিয়া খাতুন (৬৫) মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেল ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেনের বরাত দিয়ে পাবনা সংবাদদাতা জানিয়েছেন, গতকাল রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দমকা বাতাসে মোহনপুর এলাকায় একটি খালে নৌকাডুবিতে আয়েশা সিদ্দিকা (৩০) ও তার ছেলে আরাফাত (৩) মারা যান।

আয়েশা কাজ থেকে বাড়ি ফিরছিলেন উল্লেখ করে ওসি আরও বলেন, 'আরাফাত ঘটনাস্থলে ও আয়েশা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান।'

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়ার বরাত দিয়ে আমাদের প্রতিবেদক জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ো বাতাসে রাজধানীর হাজারীবাগ এলাকায় দেয়াল ভেঙে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago