ইতালির উপকূলে নৌকাডুবি: ১১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নৌকায় ছিলেন বাংলাদেশিও

জীবিত উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের ইতালির কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে।
এ ধরনের কাঠের নৌকায় করে প্রতি বছর অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উদ্দেশে রওনা হন। প্রতীকী ছবি: ইউএনএইচসিআরের ওয়েবসাইট থেকে সংগৃহীত
এ ধরনের কাঠের নৌকায় করে প্রতি বছর অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপের উদ্দেশে রওনা হন। প্রতীকী ছবি: ইউএনএইচসিআরের ওয়েবসাইট থেকে সংগৃহীত

ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দুইটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শিশুসহ ৬০ জনের বেশি।

আজ মঙ্গলবার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইতালির ভূমধ্যসাগর সংলগ্ন এলাকার এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই নৌকা দুইটি লিবিয়ার উপকূল থেকে এসেছিল।

অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক ছিলেন।

জার্মান দাতব্য প্রতিষ্ঠান রেসকিউশিপ জানিয়েছে, গতকাল তাদের উদ্ধারজাহাজ 'নাদির' একটি কাঠের নৌকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। নৌকাটি তখন ডুবে যাচ্ছিল।

মরদেহগুলো জাহাজের নিচের ডেকে আটকে ছিল।

এ সময় ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুইজন অজ্ঞান ছিলেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জীবিত উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের ইতালির কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার সকালে তারা তীরে পৌঁছেছেন।

অপরদিকে মরদেহসহ কাঠের নৌকাটিকে ইতালির লামপেদুসা দ্বীপে নিয়ে যায় উদ্ধার জাহাজ নাদির।

ভূমধ্যসাগরে গতকাল অভিবাসপ্রত্যাশীদের বহনকারী অন্য একটি নৌকা ডুবে গিয়ে ৬০ জনের বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজদের মধ্যে ২৬টি শিশু রয়েছে।

ইতালির কোস্টগার্ডের দেওয়া এই ছবিতে ক্যালাব্রিয়া থেকে ১২৫ মাইল দূরে ডুবে যাওয়া নৌকাটি দেখা যাচ্ছে। ছবি: এএফপি
ইতালির কোস্টগার্ডের দেওয়া এই ছবিতে ক্যালাব্রিয়া থেকে ১২৫ মাইল দূরে ডুবে যাওয়া নৌকাটি দেখা যাচ্ছে। ছবি: এএফপি

ইতালির দক্ষিণাঞ্চলের ক্যালাব্রিয়া উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে এ ঘটনা ঘটেছে।

জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, লিবিয়া ও তুরস্ক থেকে ইউরোপে আশ্রয় খুঁজতে আসা অভিবাসনপ্রত্যাশীরা এসব নৌকায় ছিলেন।

এমএসএফের শাকিলা মোহাম্মদী বলেন, 'উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৬ শিশুসহ নিখোঁজ ৬৬ জনের কারও পরিচয় জানা নেই। এর মধ্যে কয়েক মাস বয়সী শিশুও আছে।'

এক বিবৃতিতে শাকিলা জানান, এ ঘটনায় একটি আফগান পরিবারের সবাই মারা গেছেন।

আট দিন আগে পরিবারটি তুরস্ক ছেড়ে এসেছিল। তিন থেকে চার দিন ধরে তারা সাগরে অবস্থান করছিলেন।

জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি বছরই হাজারো অভিবাসনপ্রত্যাশী ইউরোপে ঢোকার চেষ্টা করেন।

জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪ সালের পর থেকে ভূমধ্যসাগরে ২৩ হাজার ৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর হয় মৃত্যু হয়েছে, নয়তো নিখোঁজ হয়েছেন।

Comments

The Daily Star  | English

Public medical colleges: 86 doctors, 136 students punished since August 5

Over the last two months, at least 86 physicians and 136 medical students at eight public medical colleges and hospitals across the country have faced different punitive actions over various allegations, including “taking a stance against” the quota movement.

2h ago