ঘূর্ণিঝড় সিত্রাং

মীরসরাইয়ে ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনের খননকাজে নিয়োজিত একটি ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।
সৈকত-২ নামের ড্রেজারটি উল্টানো অবস্থায় ডুবে আছে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাই ইকোনমিক জোনের খননকাজে নিয়োজিত একটি ড্রেজার ডুবে ৮ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

তিনি আজ মঙ্গলবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতরাত সাড়ে ৯টার দিকে মীরসরাই ইকোনমিক জোনের ৩ নম্বর স্লুইসগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেসময় ঝড়ো হাওয়ার তোড়ে সৈকত-২ নামের ড্রেজারটি উল্টে গিয়ে ডুবে যায়। আশঙ্কা করা হচ্ছে শ্রমিকদের সবাই মারা গেছেন এবং তাদের মরদেহ ড্রেজারে আটকে আছে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন।'

ইউএনও বলেন, 'বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কন্ট্রাক্টে খননকাজে নিয়োজিত ৭টি ড্রেজার সেখানে নোঙর করা ছিল। গতকাল বিকেলে ঘূর্ণিঝড় সতর্ককারীদের আহ্বানে বাকি ৬ ড্রেজারের শ্রমিকরা নিরাপদ আশ্রয়ে চলে আসেন। সেসময় সৈকত-২ নামের ড্রেজারটিতে ৯ শ্রমিক ছিলেন। তাদের মধ্যে থেকেও একজন চলে আসেন, কিন্তু অপর ৮ শ্রমিক ড্রেজার ছেড়ে আসতে অপারগতা প্রকাশ করে সেখানে থেকে যান।'

ইউএনও জানান, ওই শ্রমিকদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী এলাকায়। তারা হলেন, শাহীন, ইমাম, তারেক, মাহমুদ, আল-আমিন, জাকারিয়া, আলম ও জাহিদ।

Comments