মীরসরাইয়ে ড্রেজারডুবি: আরও ৩ মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধারে কাজ চলছে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মীরসরাইয়ের ইকোনমিক জোনের খননকাজে নিয়োজিত একটি ড্রেজার ডুবে যাওয়ার ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৪ জনের মরদেহ উদ্ধার করা হলো। আর এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪ জন।

আজ বুধবার সকালে মরদেহ ৩টি উদ্ধার করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান।

তিনি বলেন, 'ড্রেজারডুবির পর গতকাল রাতে উদ্ধারকাজে সাময়িক বিরতি দেওয়া হয়। এরপর আজ সকাল ৭টা থেকে আবার উদ্ধারকাজ শুরু হয়। আজ সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজ এখনো চলছে।'

ওই ৩ জন হলেন— আনিস মোল্লার ছেলে ইমাম মোল্লা (২৫), মৃত রহমান ফকিরের ছেলে জাহিদুল ইসলাম (২২) ও আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদুল মোল্লা (২২)। তারা ৩ জনই পটুয়াখালীর জৈনকাঠীর বাসিন্দা। এর আগে গতকাল রাতেই একই এলাকার আল আমিনের (২০) মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মীরসরাই ইকোনমিক জোনের ৩ নম্বর স্লুইসগেটের কাছে এ দুর্ঘটনা ঘটে। সেসময় ঝড়ো হাওয়ার তোড়ে সৈকত-২ নামের ড্রেজারটি উল্টে গিয়ে ডুবে যায়।

Comments