চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নিহত ২, আহত ২

নিহত ও আহতরা সে সময় একটি আমবাগানে কাজ করছিলেন।
বজ্রপাত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সে সময় ওই গ্রামের একটি আমবাগানে কাজ করছিলেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-গোপালনগর গ্রামের শাহীন আলী (২০) ও শরৎনগর গ্রামের অসীম (১২)।

আহত লছমনপুর গ্রামের নয়ন (১৩) ও গোপালনগর গ্রামের কাসেদের ছেলে সারোয়ার (১৫) শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ওসি জোবায়ের আহমেদ ডেইলি স্টারকে জানান, দুপুরে ওই ৪ জন শরৎনগর গ্রামের একটি আমবাগানে কাজ করছিল। এমন সময় ঝড়, বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে শাহীন ও অসীম ঘটনাস্থলেই মারা যায়। 

আহত নয়ন ও সারোয়ারকে উদ্ধার করে স্থানীয়রা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Comments

The Daily Star  | English
Indian Padma Vibhushan industrialist Ratan Tata dies at 86

Ratan Tata passes away

India’s top industrialist and Tata Sons Chairman Emeritus Ratan Tata died in a hospital in Mumbai last night, the company said.

7h ago