১২৭ হরিণ, ৪ বন্য শুকরের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ পড়ে গেছে, হরিণ মারা গেছে সুন্দরবনে। ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে মৃত প্রাণীর সংখ্যা বাড়ছে। বন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২৭টি মৃত হরিণ ও চারটি মৃত বন্য শুকরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া জলোচ্ছ্বাসে ভেসে যাওয়া ১৮টি জীবিত হরিণ ও একটি জীবিত অজগর সাপ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো ডেইলি স্টারকে এই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'উদ্ধারকৃত মৃত বন্যপ্রাণীগুলো মূলত সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা, কচিখালী, দুবলা, নীলকমল, আলোরকোল, ডিমের চর, পক্ষীরচর, জ্ঞানপাড়া, শেলার চর এবং বিভিন্ন নদী ও খালে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।'

এই সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

Comments

The Daily Star  | English

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

3h ago