উখিয়ায় ভূমিধসে ৯ রোহিঙ্গার মৃত্যু

আজ বুধবার সকালে উখিয়ার ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 
ভূমিধসে চাপা পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়ে অন্তত নয় রোহিঙ্গার মৃত্যু হয়েছে। 

আজ বুধবার সকালে উখিয়ার ৯ ও ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

অতিরিক্ত শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দোজা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, 'নয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।'

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসরত রোহিঙ্গাদের সরিয়ে নিতে তারা কাজ করছেন বলেও জানান।

প্রায় ১২ লাখ রোহিঙ্গা, যাদের বেশিরভাগই ২০১৭ সালে মিয়ানমারের জান্তা বাহিনীর নৃশংসতার মুখোমুখি হয়ে বাংলাদেশে পালিয়ে এসে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বসবাস করছেন। 

তাদের অনেকেই ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাস করছেন। ভারী বর্ষণে যেখানে ভূমিধসের সম্ভাবনা প্রবল।

গতকাল থেকেই কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

Comments