সিরাজগঞ্জে বিপৎসীমার উপরে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

‘সারাদিনের মধ্যে যমুনা নদীর সব কয়টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।’
সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়ছে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে। ইতোমধ্যে নদীর হার্ড পয়েন্টে পানি বিপৎসীমার উপরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার দিনের মধ্যেই নদীর সব পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকালে যমুনা নদী সিরাজগঞ্জের হার্ড পয়েন্টে বিপৎসীমার এক সেন্টিমিটার উপরে ১২ দশমিক ৯১ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে পানি প্রায় ৪৭ সেন্টিমিটার বেড়েছে।

এদিকে সিরাজগঞ্জের কাজিপুর পয়েন্টে পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে ১৪ দশমিক ৬০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কাজিপুর পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ৫০ সেন্টিমিটার।

সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, উজানের পানির ঢলে নদীর পানি দ্রুত বাড়ছে। সারাদিনের মধ্যে নদীর সব কয়টি পয়েন্টে পানি বিপৎসীমার উপরে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যমুনার পানি বিপৎসীমার উপরে ওঠায় তলিয়ে গেছে নিম্নাঞ্চল ও নদীপাড়ের চর এলাকাগুলো। পানিবন্দি হয়ে পড়েছে নদীপাড়ের প্রায় ২৫ ইউনিয়নের মানুষ।

সিরাজগঞ্জ ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান ডেইলি স্টারকে বলেন, বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সিরাজগঞ্জের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আজ জরুরি সভা ডেকেছে। বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।

Comments