বন্যায় কক্সবাজারে ট্রেন চলাচল বন্ধ

বন্যার পানি না কমানো পর্যন্ত কক্সবাজারে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে।
রোহিঙ্গা
স্টার অনলাইন গ্রাফিক্স

বন্যায় বিভিন্ন স্থানে রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে।

কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, ফেনীতে রেললাইন ডুবে যাওয়ায় আজ বৃহস্পতিবার তারা কক্সবাজার থেকে রেল চলাচল স্থগিত করেছেন।

তিনি আরও জানান, কক্সবাজারের চকরিয়ায় হারবাং এলাকায় পাহাড়ের একাংশ রেললাইনের ওপর পড়ে যাওয়ায় রেললাইন বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে কাদা সরানো হয়।

বন্যার পানি না কমানো পর্যন্ত কক্সবাজারে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে বলে জানান তিনি।

Comments