এখনো পানিবন্দি মিরসরাইয়ের ৬ ইউনিয়নের বাসিন্দারা

মিরসরাইয়ের বন্যা পরিস্থিতি। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো ৬টি ইউনিয়নের মানুষ পানিবন্দি।

উপজেলার পশ্চিমে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল উঁচু এলাকা হওয়ায় কাটাছড়ি, ইছাখালী, ওসমানপুর ও ধুম ইউনিয়নের পানি সরছে না।

স্থানীয়রা জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বদিকে মিরসরাইয়ের করেরহাট হিঙ্গুলী ইউনিয়নে বন্যার পানি কিছুটা নামলেও বাড়িতে থাকার মতো অবস্থা তৈরি হয়নি।

মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বন্যার পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ নিজ বাড়ির দিকে ফিরে যাচ্ছে।'

তিনি আরও বলেন, 'পানি কমতে শুরু করায় বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে আমরা কাজ শুরু করেছি। সেনাবাহিনী, স্বেচ্ছাসেবক দল এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে এলাকায় কীভাবে স্বাস্থ্যসেবা পৌঁছানো যায় তার পরিকল্পনা করা হচ্ছে।'

এদিকে উত্তর চট্টগ্রামের

 

Comments

The Daily Star  | English

Cops get whole set of new uniforms

The rules were published through a gazette yesterday, repealing the previous dress code of 2004

33m ago