মিয়ানমারে ভূমিকম্পের পর ১৪ আফটারশক, নিহত বেড়ে ৬৯৪

মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়ে গতকাল দুপুর ১২টা ২১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এতে অনেক ভবন ও স্থাপনা ধসে পড়ে। ছবি: রয়টার্স

মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে ১৪টি আফটারশক আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

মূল ভূমিকম্পের কয়েক ঘণ্টার মধ্যে আফটারশকগুলো আঘাত হানে, বেশিরভাগের মাত্রা ছিল তিন থেকে পাঁচ। তবে সবচেয়ে শক্তিশালী ছয় দশমিক সাত মাত্রার আফটারশকটি আঘাত হানে মূল ভূমিকম্পের প্রায় ১০ মিনিট পরে।

ছয় দশমিক সাত ও চার দশমিক নয় মাত্রার আফটারশক আঘাত হেনেছে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ২০ মাইল দূরে এবং এতেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। অন্য আফটারশকগুলো মূল ভূমিকম্প এলাকা থেকে উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়ে, মোটামুটিভাবে একটি রেখা তৈরি করে।

ভূমিকম্পে মিয়ানামারে দেড় শতাধিকের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন। ইউএসজিএসের অনুমান, নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে।

এদিকে দেশটির জান্তা সরকার আজ শনিবার জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯৪ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক হাজার ৬৭০ জন।
 

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

7h ago