মোখার প্রভাব কমায় কক্সবাজারে আশ্রয়কেন্দ্র ছাড়ছেন মানুষ

ঘূর্ণিঝড় মোখার প্রকোপ কমে আসায় কক্সবাজারের আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। 
কক্সবাজারের আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। ছবি: স্টার

ঘূর্ণিঝড় মোখার প্রকোপ কমে আসায় কক্সবাজারের আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। 

আজ রোববার বিকেল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া ও বৃষ্টি কমে গেলে লোকজন বাড়ি ফিরতে শুরু করেন।

পৌরসভার নাজিরারটেক পূর্ব কুতুবদিয়া পাড়ার বাসিন্দা আবদুল খালেক শনিবার সকালে কক্সবাজার সদরের প্রিপারেটরি স্কুলে আশ্রয় নিয়েছিলেন। মোখার প্রভাব কমার পর পরিবার নিয়ে তিনি ঘরে ফিরে গেছেন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ঘরে ফিরছি, কারণ সেখানে অনেক মালামাল আছে।'

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে কক্সবাজারের ২ লাখ ৩৭ হাজার ২৪১ জন মানুষ আশ্রয়কেন্দ্রে গিয়েছিলেন।

সেন্টমার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমানও জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব কিছুটা কমতে শুরু করছে। বাতাসের গতিবেগ বেশ কিছুটা কমে এসেছে। মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ধীরে ধীরে বাড়ি ফিরে যাচ্ছেন।

Comments