চট্টগ্রামে ২ পেট্রল পাম্পকে ১ লাখ টাকা জরিমানা

নগরীর ফিলিং স্টেশনগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। ছবি: সংগৃহীত

পরিমাণে কম দেওয়ায় চট্টগ্রামে ২টি পেট্রল পাম্পকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি পেট্রল পাম্প সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

আজ সোমবার নগরীর ফিলিং স্টেশনগুলোতে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

তিনি জানান, অভিযানে ৮টি ফিলিং স্টেশনের তেলের পাম্প পরীক্ষা করা হয়। এর মধ্য আমিন জুট মিল ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার ডিজেলে ৩৮০ মিলি ও প্রতি ১০ লিটার অকটেনে ৪৪০ মিলি কম পাওয়া যায়। পরে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে হাজী এ ওয়াজেদ অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার অকটেনে ১৭০ মিলি কম পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago