বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ

বঙ্গোপসাগরের চট্টগ্রাম উপকূলে মাছ ধরার ট্রলার ডুবে ৮ জেলে নিখোঁজ হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে অপর একটি মাছ ধরার নৌযানের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছে কোস্টগার্ড।
ট্রলারে থাকা ১৯ জেলের মধ্যে ১১ জনকে একটি নৌযান উদ্ধার করলেও বাকি ৮ জনের খোঁজ মেলেনি।
ট্রলারের মালিক মো. মিরাজ আজ শুক্রবার বিকেল ৫টার দিকে দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ১৯ জন জেলে চট্টগ্রাম ফিশারি ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে রওনা দেয়।
দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সাগরে প্রবেশের প্রায় ১০ মিনিট পর দক্ষিণ দিকে যাত্রা করার সময় অপর একটি নৌযানের ধাক্কায় ট্রলার ডুবে যায়।
তিনি বলেন, 'কয়েকজন জেলে সাঁতরে অন্য নৌযানে উঠতে সক্ষম হলেও, ৮ জনের সন্ধান পাওয়া যায়নি। তাদের মধ্যে ৪ জনের নাম পাওয়া গেছে। বাকিদের নাম এখনো জানি না।'
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাকিব মাহবুব ডেইলি স্টারকে জানান, ট্রলারের মালিকের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়েছে।
Comments