
জ্বালানি তেলে সরকার নির্ধারিত ৩৭ শতাংশ শুল্ক ও কর বাতিলের দাবি জানিয়েছেন একদল তরুণ।
'দেশের দরিদ্র ও মধ্যবিত্ত জনতা' ব্যানারে আজ বুধবার সকালে রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন করে তারা এ দাবি জানিয়েছেন।
আন্দোলনকারীরা বলেন, একজন সাধারণ ব্যবসায়ী ১০০ টাকায় ৩৭ টাকা লাভ করলে তা যেখানে অনৈতিক হিসেবে দেখা হয়, সেখানে রাষ্ট্র কীভাবে ৩৭ শতাংশ লাভে ব্যবসা করে।

'এভাবে চলতে থাকলে দেশে দুর্ভিক্ষ সুনিশ্চিত' উল্লেখ করে তারা বলেন, 'দেশের দরিদ্র ও মধ্যবিত্তকে মৃত্যুর হাত থেকে রক্ষার একমাত্র উপায় এ অতি লাভজনক ব্যবসা থেকে সরে আসা।'
'সরকার অনেক পণ্যের শুল্ক বা কর মওকুফ করে। তাহলে জ্বালানি তেলের মতো জনগণের স্বার্থ সংশ্লিষ্ট পণ্যে কেন ৩৭ শতাংশ শুল্ক ও কর নিতে হবে? বর্তমান পরিস্থিতিতে তাই আমাদের দাবি, জ্বালানি তেলের মূল্য ডিজেল ৮৩ টাকা, পেট্রল ৯৪ টাকা এবং অকটেন ৯৪ টাকা নির্ধারণ করতে হবে,' বলেন তারা।
Comments