রাশিয়ার তেলের নমুনা পৌঁছেছে ইস্টার্ন রিফাইনারির ল্যাবে

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেফ জেএসসির পাঠানো অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) ল্যাবে পৌঁছেছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান জারুবেঝনেফ জেএসসির পাঠানো অপরিশোধিত জ্বালানি তেলের নমুনা ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) ল্যাবে পৌঁছেছে।

জারুবেঝনেফ জেএসসির বাংলাদেশি এজেন্ট ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নমুনার চালানটি ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমানের কাছে হস্তান্তর করেন।

এ সময় ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের উপদেষ্টা এয়ার কমোডর (অব.) সিদিকীসহ আরও একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বিপিসির কর্মকর্তারা জানান, অপরিশোধিত তেলের ৫০ কেজি ওজনের নমুনার চালানটি ৫টি প্লাস্টিক জারে করে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছানো হয়েছে। এসব অপরিশোধিত তেল পরীক্ষা করতে কমপক্ষে ৭ দিন সময় লাগবে।

ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ন্যাশনাল ইলেকট্রিক বিডি লিমিটেডের প্রতিনিধিরা রাশিয়ার অপরিশোধিত তেলের নমুনা নিয়ে এসেছেন। নমুনা ল্যাবে পাঠানো হয়েছে।'

বিপিসির কর্মকর্তারা আরও জানান, রাশিয়ার বেশ কয়েকটি বেসরকারি জ্বালানি তেল সরবরাহকারী প্রতিষ্ঠান বিপিসির কাছে কম দামে জ্বালানি তেল সরবরাহের প্রস্তাব পাঠিয়েছে। বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করছে।

 

Comments

The Daily Star  | English

2.72 lakh premature deaths in 2019: WB report

Alarming levels of air pollution, unsafe water, poor sanitation, and lead exposure caused over 2.72 lakh premature deaths in the country in 2019.

Now