১৫ হাজার মেগাওয়াট ছাড়াল বিদ্যুৎ উৎপাদন
বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড ১৫ হাজার ৩০৪ মেগাওয়াট।
এর মাধ্যমে আজ বৃহস্পতিবার ১৫ হাজার মেগাওয়াটের নতুন মাইল ফলক অতিক্রান্ত হলো এবং বাংলাদেশ পাওয়ার সিস্টেম এক নতুন উচ্চতায় উন্নীত হলো।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
এর আগে সব রেকর্ড ভেঙে গত মঙ্গলবার সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। পরদিন গতকাল বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সর্বোচ্চ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট। তৈরি হয় নতুন রেকর্ড।
এর আগের রেকর্ড ছিল গত বছরের ১৬ এপ্রিল, ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।
এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ বছর গ্রীষ্মে রমজান ও সেচ মৌসুমকে কেন্দ্র করে পিডিবির প্রাক্কলিত চাহিদা ১৬ হাজার মেগাওয়াট বা তার চেয়েও বেশি।
Comments