১ দিনে রেকর্ড ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

গত বছরের ১৬ এপ্রিল পিডিবির সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গত বছরের উৎপাদনের রেকর্ড ভেঙে আজ মঙ্গলবার একদিনে সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে।

আজ রাত ৯টায় সর্বোচ্চ এই উৎপাদন গণনা করা হয়েছে। পিডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত বছরের ১৬ এপ্রিল পিডিবির সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট।

এটি এখন পর্যন্ত রেকর্ড উৎপাদন। তবে এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় চলতি মাসে এই রেকর্ড আবারো ভাঙতে পারে বলে জানিয়েছেন পিডিবির কর্মকর্তারা।

 

Comments