১৫ গ্রামে গ্যাস নেই, সাভারে তিতাস কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ

সাভারে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে কয়েকটি গ্রামের সেবাগ্রহীতারা। একদিনের মধ্যে চুলায় গ্যাস না এলে আবার ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
গ্যাস সরবরাহের দাবিতে সাভারে তিতাস কার্যালয় ঘেরাও করে গ্রামবাসীর বিক্ষোভ। ছবি: স্টার

সাভারে তিতাসের আঞ্চলিক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে কয়েকটি গ্রামের সেবাগ্রহীতারা। একদিনের মধ্যে চুলায় গ্যাস না এলে আবার ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

আজ রোববার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের প্রায় ৫০০ মানুষ শিমুলতলা এলাকার অফিসটি ঘেরাও করে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা জানান, গত ১২ দিন ধরে তাদের বাড়িতে চুলা জ্বলছে না। বাড়িতে রান্না না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বারবার অভিযোগ করেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়নি। এ কারণে তারা আজ তিতাসের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন।

২৪ ঘণ্টার মধ্যে গ্যাস সরবরাহ শুরু না হলে আবার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা চলে যান।

ফুলবাড়িয়া গ্রামের ইয়াকুব আলী বলেন, গ্যাসের অভাবে আমাদের স্বাভাবিক জীবন-যাত্রা ব্যাহত হচ্ছে। এলাকা থেকে পোশাক শ্রমিক ও ভাড়াটিয়ারা বাসা বদল করে চলে যাচ্ছেন।

তিতাস গ্যাস কোম্পানির সাভার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার আবু ছালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, সাভারের ফুলবাড়িয়া ও ধলপুরে বাসায় গ্যাস না পাওয়ার অভিযোগ জানিয়েছিল এলাকাবাসী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশাকরি কয়েকদিনের মধ্যেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

Comments