বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টর।
titas gas
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা ও আশপাশের জেলায় গ্যাস সরবরাহকারী সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—সমগ্র উত্তরখান, দক্ষিণখান, উত্তরা ৬ ও ৮ নম্বর সেক্টর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোনারগাঁও-জনপদ রেলক্রসিং এলাকায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া উত্তরা ২ ও ৪ নম্বর সেক্টরে গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments