১২ কেজি এলপিজির দাম ২৯ টাকা বেড়ে ১৪৩৩

এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম
ফাইল ছবি

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ২৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগের মাসে এটি ২৩ টাকা বেড়েছিল

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। জানুয়ারির জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৩৩ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৪০৪ টাকা।

যানবাহনের জন্য ব্যবহৃত এলপিজির দামও প্রতি লিটার ৬৫.৭৬ টাকা থেকে বাড়িয়ে ৬৪.৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানান বিইআরসির চেয়ারম্যান মো. নূরুল আমিন।

সৌদি আরবে দাম বাড়ার কারণে এলপিজির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিইআরসি কর্মকর্তারা।

এদিকে, ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিইআরসি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে।

গত বছরের ফেব্রুয়ারিতে এলপিজির দাম রেকর্ড সর্বোচ্চ ১২ কেজিতে ১ হাজার ৪৯৮ টাকা হয়।

Comments

The Daily Star  | English

Foreigner detained with over 8kg cocaine at Dhaka airport

The street value of the seized contraband is around Tk 130 crore

16m ago