১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম আরও ২৩ টাকা বেড়ে ১৪০৪

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসের জন্য প্রতিকেজি এলপিজির দাম ১১৭ টাকা ২ পয়সা নির্ধারণ করেছে। 

এক সংবাদ ব্রিফিংয়ে বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন এসব তথ্য জানান।

আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে।

নভেম্বরে প্রতিকেজি এলপিজি গ্যাসের দাম ১১৫ টাকা ৯ পয়সা ও ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

এ মাসে যানবাহনের জন্য ব্যবহৃত এলপিজির দামও প্রতি লিটার ৬৩ টাকা ৩৬ পয়সা থেকে বাড়িয়ে ৬৪ টাকা ৪৩ টাকা করা হয়েছে।

সৌদি আরবে দাম বাড়ার কারণে এলপিজির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিইআরসি কর্মকর্তারা।

এলপিজির দাম চলতি বছরের ফেব্রুয়ারিতে রেকর্ড ১ হাজার ৪৯৮ টাকা (১২ কেজি সিলিন্ডার) পৌঁছেছিল।

 

Comments

The Daily Star  | English

Umama Fatema calls her SAD experience a ‘tragic chapter’

Former spokesperson accuses leadership of corruption and control from Hare Road

16m ago