তেল-গ্যাস কিনতে ইসলামিক ট্রেড ফিন্যান্সের সঙ্গে ২.১ বিলিয়ন ডলার ঋণচুক্তি

বুধবার জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে মন্ত্রণালয়ে এ চুক্তি সই হয়। ছবি: সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তেল-গ্যাস কিনতে ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশনের সঙ্গে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন ডলার ঋণচুক্তি করেছে জ্বালানি বিভাগ।

আজ বুধবার জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের উপস্থিতিতে এ চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম এবং ইসলামিক ট্রেড ফিন্যান্স আইটিএফসি সৌদি আরবের চিফ অপারেশন অফিসার নাজিম নূরদালি।

এ সময় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, 'জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বৈশ্বিক প্রেক্ষাপটে তেল ও গ্যাসের সার্বিক মূল্য বৃদ্ধির ফলে জ্বালানি নিরাপত্তা স্থিতিশীল রাখা বেশ দুষ্কর।'

তিনি বলেন, 'আইটিএফসি আগে থেকেই তেল আমদানিতে আমাদের সহযোগিতা করে আসছে। এখন তেলের পাশাপাশি গ্যাস ক্রয়েও সহযোগিতা করবে।'

'প্রায় ৫০০ মিলিয়ন ডলার নিয়ে গ্যাস কেনা যাবে, যা আগামীতে সংকট নিরসনে অনেকটা সহায়তা করবে,' বলেন তিনি। 

এছাড়া, দেশীয় প্রাকৃতিক গ্যাস ও তেল অনুসন্ধান এবং উত্তোলন কার্যক্রম বাড়ানোর সঙ্গে সঙ্গে তেল-গ্যাস সমৃদ্ধ দেশের সহযোগিতা নেওয়ার উদ্যোগ অব্যাহত আছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Fitch flags risk to Bangladesh after Trump tariffs

Bangladesh is among several Asia-Pacific economies at risk of credit pressure from escalating US tariffs, Fitch Ratings warned yesterday, as trade tensions continue to rattle global markets.

6h ago