রমজানের আগেই বাড়তে পারে বিদ্যুতের দাম
মার্চ থেকে বিদ্যুতের দাম বাড়াতে পারে সরকার। মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এমনটাই আভাস দিয়েছেন।
এ বিষয়ে গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তারা।
মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ দ্রুত বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের বলেন, 'শিগগিরই' দাম সমন্বয় করা হবে।
তিনি বলেন, 'মূলত পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। তবে ভোক্তা পর্যায়েও কিছুটা সমন্বয় হবে।'
মন্ত্রী আরও বলেন, 'ভোক্তাদের ওপর প্রভাবের কথা বিবেচনা করে দাম কিছুটা সমন্বয় করা হবে। যেসব গ্রাহক বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বেশি দাম দিতে হবে। তবে এতে লাইফ লাইনের গ্রাহকদের ওপর এর খুব বেশি প্রভাব পড়বে না।'
১০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করা গ্রাহকদের লাইফলাইন গ্রাহক হিসেবে বিবেচনা করা হয়।
গত বছরের জানুয়ারি থেকে সরকার এককভাবে বিদ্যুতের দাম নির্ধারণ শুরু করেছে। এর আগে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একটি প্রক্রিয়ার অধীনে বিদ্যুতের দাম ঠিক করা হত। গত বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সরকার বিদ্যুতের দাম ১৫ দশমিক ১৭ শতাংশ বাড়িয়ে দেয়, এর ফলে গড় দাম ৭ দশমিক ১৩ টাকা থেকে বেড়ে ৮ দশমিক ২৫ টাকা হয়।
Comments