বাসাবাড়িতে যাদের গ্যাসের চাপ কম, তাদের এলপিজি ব্যবহার করতে বললেন প্রতিমন্ত্রী

নসরুল হামিদ
নসরুল হামিদ। ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকার গ্যাসের গ্রাহকেরা যারা গ্যাস পাচ্ছেন না, স্বল্পচাপ পাচ্ছেন, তাদের বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করতে বললেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বুধবার বিদ্যুৎ ভবনে গ্যাস সরবরাহ নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, যে এফএসআরইউটি (ভাসমান টার্মিনাল) রক্ষণাবেক্ষণ চলছে, আগামী ৩০ মার্চের আগে সেটি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নেই।

'আমাদের নিজস্ব গ্যাসের উৎপাদনও কিছুটা কমেছে। সব মিলিয়ে আমরা আশা করছি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারব। তবে রমজানে কিছু সময় বিদ্যুৎবিভ্রাট হতে পারে,' যোগ করেন তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাসাবাড়িতে যেসব এলাকায় গ্যাসের স্বল্পতা দেখা যাচ্ছে, তারা বিকল্প হিসেবে এলপিজি ব্যবহার করতে পারেন। কোনো শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো সিদ্ধান্ত হয়নি।'

Comments

The Daily Star  | English

10-day holiday for Eid-ul-Azha

The decision was made today at a meeting of the advisory council at the Secretariat

42m ago