দায়িত্ব বাড়ল প্রতিমন্ত্রী নসরুল হামিদের
নবগঠিত মন্ত্রিসভার বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দায়িত্বের আওতা বাড়ানো হয়েছে।
তাকে শুধু বিদ্যুৎ বিভাগের দায়িত্ব দেওয়া হয় বলে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছিল।
আজ মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের দায়িত্ব পুনর্বণ্টন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়টি বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ, এই দুই বিভাগ নিয়ে গঠিত।
আজকের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন করে দায়িত্ব বাড়ানোয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আগের সরকারের মতোই দুই বিভাগের দায়িত্ব পেলেন।
এতে বলা হয়, রুলস অব বিজনেস ১৯৯৬ এর রুল ৩ (৪) এর ক্ষমতাবলে প্রধানমন্ত্রী কিছু দপ্তর পুনর্বণ্টন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।
আর, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
এছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগের ১১ জানুয়ারির প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
নতুন মন্ত্রিসভার ১১ প্রতিমন্ত্রীর ১০ জনই পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই থাকছে।
Comments