নিম্নচাপের কারণে গ্যাস সরবরাহে স্বল্পচাপ থাকতে পারে

শুক্রবার রাতে এক বার্তায় এ কথা জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
প্রতীকী ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহে স্বল্পচাপ বিরাজ করতে পারে। 

আজ শুক্রবার রাতে এক বার্তায় এ কথা জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আন্তরিক দুঃখিত বলেও বার্তায় জানানো হয়েছে।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

Comments