ভোলায় ৭ ফুট জোয়ার, বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলার রিংবাঁধের একটি অংশ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করছে। ছবি: স্টার

নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টি ও অমাবস্যার কারণে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারের কারণে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

তজমুদ্দিন উপজেলার রিংবাঁধের ধরণী স্লুইজ পয়েন্টে বাঁধ ভেঙে গেছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভ দেবনাথ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, মনপুরা উপজেলায় কলাতলী ইউনিয়ন ও বেড়িবাঁধের বাইরের অংশ প্রবল জোয়ারে ডুবে গেছে।

মনপুরার ইউএনও লিখন বণিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এই দুই উপজেলায় কোথাও কোথাও স্বাভাবিক জোয়ারের তুলনায় সর্বোচ্চ ৭ ফুট পর্যন্ত উচ্চতার জোয়ারে নিম্নাঞ্চল ও চরাঞ্চল ডুবে গেছে বলে জানিয়েছেন দুই ইউএনও।

তজুমদ্দিনের ইউএনও জানান, রিংবাঁধের ১০ মিটার ক্ষতিগ্রস্ত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে মেরামত শুরু করেছে।

তজুমদ্দিন উপজেলায় উপজেলায় সর্বোচ্চ ৭ ফুট পর্যন্ত জোয়ার দেখা গেছে। 

মনপুরার কলাতলী ইউনিয়নসহ চরাঞ্চল জোয়ারে ডুবে গেছে। 

ভোলার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান ডেইলি স্টারকে জানান, ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজ চলছে। অস্বাভাবিক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago