পেট্রল-অকটেনের দাম বাড়ল লিটারে আড়াই টাকা, ডিজেল বাড়ল ৭৫ পয়সা

নতুন দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
পেট্রল
ছবি: রয়টার্স

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে মূল্য বাড়াতে হয়েছে বলে জানিয়েছে সরকার।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের প্রতি লিটারের বর্তমান দাম ১০৭ টাকা থেকে ৭৫ পয়সা বাড়িয়ে ১০৭ টাকা ৭৫ পয়সা করা হয়েছে।

প্রতি লিটার পেট্রলের বর্তমান মূল্য ১২৪ টাকা ৫০ পয়সা থেকে আড়াই টাকা বাড়িয়ে ১২৭ টাকা এবং প্রতি লিটার অকটেনের বর্তমান মূল্য ১২৮ টাকা ৫০ টাকা থেকে আড়াই টাকা বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

নতুন দাম আগামী ১ জুন থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

Comments