লিটারে পেট্রল-অকটেন আড়াই, ডিজেল ১ টাকা বাড়ল

ছবি: রয়টার্স ফাইল ফটো

ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা এবং পেট্রল ও অকটেনের দাম লিটারে আড়াই টাকা বাড়িয়েছে সরকার।

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আজ মঙ্গলবার নতুন মূল্য নির্ধারণ করেছে।

নতুন দাম অনুযায়ী, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

পেট্রোলের বর্তমান মূল্য ১২২ টাকা লিটার থেকে আড়াই টাকা বেড়ে ১২৪ টাকা ৫০ পয়সা এবং অকটেনের বর্তমান মূল্য ১২৬ টাকা থেকে আড়াই টাকা বেড়ে ১২৮ টাকা ৫০ পয়সা হয়েছে।

Comments

The Daily Star  | English

When homes become killing grounds

Husbands killed 19 women on average each month this year

18m ago