টানা বৃষ্টিতে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বেড়েছে
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রে (কেএইচপিপি) বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আব্দুজ্জাহের জানান, আজ মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত জলবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬৪ মেগাওয়াট।
তিনি বলেন, তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪২ মেগাওয়াট করে ৮৪ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াটসহ মোট ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
যেটি চলতি বছরে জলবিদ্যুৎকেন্দ্রটির সর্বোচ্চ উৎপাদন। পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে ৩ নম্বর ইউনিট বন্ধ রয়েছে।
জলবিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বছরের এই সময় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা রুলকার্ভ অনুযায়ী ৮৪ দশমিক ১৬ এমএসএল (মিন সি লেভেল) থাকার কথা থাকলেও মঙ্গলবার ছিল ৮৩ দশমিক ৬৯ এমএসএল। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল।
উল্লেখ্য, দেশের একমাত্র জলবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে মোট ২৩০-২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে।
Comments