১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১৩৬৬ টাকা

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত নতুন দর কার্যকর হবে।
প্রতীকী ছবি

দেশে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে তিন টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত নতুন দর কার্যকর হবে।

এর আগের তিন মাসে টানা কমেছিল এলপিজির দাম। গত মাসে গ্যাসের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।

Comments