জ্বালানি বিভাগের কোম্পানির বোর্ডে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে: উপদেষ্টা

এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে যেন সচিবদের নিয়োগ না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।
পেট্রোবাংলায় মতবিনিময় সভায় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে কোম্পানির পরিচালনা বোর্ডে শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন।

এছাড়া, এসব প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদে সচিবদের নিয়োগ না দেওয়া হয় সেদিকে খেয়াল রাখা হবে বলেও জানান তিনি।

আজ বুধবার পেট্রোবাংলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বিভিন্ন দপ্তর, সংস্থা ও কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা জানান।

ফাওজুল কবির খান বলেন, 'সচিবদের কোম্পানির চেয়ারম্যান হিসেবে থাকা উচিত নয় বলে। কারণ এতে স্বার্থের ব্যাঘাত ঘটে। ভবিষ্যতে কোনো সচিব যেন জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কোম্পানির চেয়ারম্যান না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।'

তিনি আরও বলেন, 'কোম্পানিগুলোতে শিক্ষার্থী প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে।'

জ্বালানি খাতে অনিয়মের বিষয়ে উপদেষ্টা বলেন, 'যেহেতু এ ব্যাপারে চুক্তি-আইনের প্রশ্ন জড়িত তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে কিছুটা সময় প্রয়োজন।'

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'রাজপথের ভাষা বুঝতে না পারলে কী পরিণতি হবে তা বুঝতে হবে। মানুষের পরিবর্তনের প্রত্যাশাকে অনুধাবন করে কাজ করতে হবে।'

Comments