পল্লী বিদ্যুতের সংকট সন্ধানে ক্যাবের নাগরিক কমিটি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে পাঁচ সদস্যের একটি নাগরিক কমিটি গঠন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

আজ শনিবার এই কমিটি গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্যাব।

ক্যাব জানায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মধ্যে বিরাজমান বিরোধের কারণে বিদ্যুৎ ব্যবস্থা ঝুঁকির মধ্যে আছে। পবিসের আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা গত ১৭ অক্টোবর ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে ৬০টি সমিতির বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। ফলে পল্লী বিদ্যুতের আওতাধীন ভোক্তারা চরম ভোগান্তিতে পড়েন। 

ক্যাব আরও জানায়, যেকোনো সময় দেশের বিপুল সংখ্যক বিদ্যুৎ-ভোক্তা এর থেকেও চরম বিপর্যস্ত অবস্থার শিকার হতে পারেন বলে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে। এ বিবেচনায় সেই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে এই নাগরিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, ক্যাবের ভোক্তা অভিযোগ নিষ্পত্তি জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শামসুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বদরুল ইমাম ও অধ্যাপক এম এম আকাশ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি এবং ক্যাবের আইন উপদেষ্টা ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এবং এর কারণ চিহ্নিত করে বিরোধ নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট সুপারিশ করবে বলেও জানিয়েছে ক্যাব।

Comments

The Daily Star  | English

July charter implementation: What notes of dissent could mean

The July National Charter, finalised after weeks of consensus talks, faces a delicate challenge over notes of dissent, most of them from the BNP and its allies.

14h ago