আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

কারিগরি ত্রুটির কারণে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) কর্মকর্তারা।
পিজিসিবির উপ ব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম বদিউজ্জামান জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রথমটি গত ৮ এপ্রিল বন্ধ হয়ে যায়। দ্বিতীয় ইউনিটটি গতকাল রাত পৌনে ১২টার দিকে বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি রয়েছে বলে জানান তিনি।
আদানি প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পরে পিজিসিবির তথ্য থেকে জানা যায়, জাতীয় বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি আজ শনিবার প্রায় ৫০০ মেগাওয়াটে পৌঁছেছে, যার কারণে চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ লোডশেডিং হয়েছে।
পিডিবির এক কর্মকর্তা বলেন, কেন্দ্রের প্রকৌশলীরা সমস্যা সমাধানের চেষ্টা করছেন। চালু না হওয়া পর্যন্ত বিদ্যুৎ পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
Comments