চট্টগ্রামে বন্যপ্রাণী পাচাররোধে টহলদল গঠনের নির্দেশ

দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বন্যপ্রাণী পাচাররোধে চট্টগ্রামে টহলদল গঠনের নির্দেশনা দিয়েছেন বনবিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।
চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে বন্যপ্রাণী পাচাররোধে চট্টগ্রামে টহলদল গঠনের নির্দেশনা দিয়েছেন বনবিভাগের চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।

আজ রোববার চিঠির মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তাদের (ডিএফও) এই নির্দেশনা দেন তিনি।

গত ১৪ ডিসেম্বর দ্য ডেইলি স্টারে চট্টগ্রাম থেকে বন্যপ্রাণী পাচার বিষয়ক একটি প্রতিবেদন ছাপা হয়।

চিঠিতে বলা হয়, 'দ্য ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে আপনার বনবিভাগের অধীনে রেঞ্জ ও বিটের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে টহল দল গঠন করে নিয়মিত দিবা ও রাত্রিকালীন টহল পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।'

চট্টগ্রাম উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোজাম্মেল হক শাহ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি নির্দেশনা পেয়েছি। সেই অনুযায়ী মাঠ পর্যায়ে টহল দল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।'

Comments