পাহাড়ের ঢালে পড়ে ছিল হাতির মরদেহ

`হাতির শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।’
ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাহাড়ের ঢালে একটি হাতির মরদেহ পাওয়া গেছে।  

আজ শুক্রবার সকালে প্রায় ৪০ থেকে ৪৫ বছর বয়সী হাতির মরদেহটি সেখানে পড়ে থাকতে দেখা যায়।  

কক্সবাজার উত্তর বন বিভাগের ঈদগাঁও রেঞ্জের রেঞ্জ অফিসার আনোয়ার হোসেন খান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ঈদগাঁও সদর ইউনিয়নের ভোমরিয়ার ঘোনার উত্তরশিয়া পাড়ার পাহাড়ের ঢালে হাতিটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন।

পরে তদন্তের জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের অবহিত করা হয়।

আনোয়ার হোসেন বলেন, `হাতির শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মনে হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা গেছে।'

কক্সবাজারের ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সার্জন মৃত হাতির নমুনা সংগ্রহ করেছেন বলে জানান তিনি।

ময়নাতদন্তকারী ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. জুলকারনাইম বলেন, 'প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, হাতিটি হৃদযন্ত্রে জটিলতার কারণে মারা গেছে। আমরা হাতির শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া বা এ ধরনের কোনো চিহ্ন পাইনি।'

Comments