‘লিভার অকার্যকর’ হয়ে মহাসড়কের পাশে মরে পড়েছিল হাতিটি

ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গতকাল দুপুরে পড়েছিল হাতিটির মরদেহ। ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় মহাসড়কের পাশে পড়ে থাকা হাতিটি 'লিভার ডিসফাংশনে' মারা গেছে বলে ভেটেরিনারি সার্জন জানিয়েছেন।

ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গতকাল দুপুরে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন বিভাগের কর্মকর্তারা।

ময়নাতদন্ত শেষে হাতিটির মরদেহ গজারি বনে পুতে রাখা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'মৃত হাতিটির বয়স ছিল পাঁচ থেকে ছয় বছর। এটি পুরুষ হাতি ছিল। আজ দুপুরে ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে ঘটনাস্থলে হাতিটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।'

বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম জানান, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হাতিটির দাঁতগুলো কে বা কারা উঠিয়ে নিয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, অন্য কোথাও হাতিটির মৃত্যু হওয়ার পর এখানে এনে ফেলে রেখেছে কেউ।'

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে জানান, 'লিভার ডিসফাংশনের কারণে হাতিটি মারা গেছে। পোস্টমর্টেমের সময় লিভার, ফুসফুস ও পেরিটোনিয়াম নষ্ট পাওয়া গেছে।'

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt issues notification banning AL activities

A Public Security Division joint secretary confirmed the matter

1h ago