সুন্দরবনের খাল থেকে বাঘের মরদেহ উদ্ধার

বাঘটির বয়স ও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
আন্ধারিয়া খালে বাঘটিকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়। ছবি: সংগৃহীত

বাগেরহাটে পূর্ব সুন্দরবনের আন্ধারিয়া খাল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

উদ্ধারের পর আজ মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নেওয়া হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'পানিতে ভাসমান অবস্থায় বাঘটিকে উদ্ধার করে করমজলে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।'

বাঘটির বয়স, মৃত্যুর কারণসহ সব বিষয় অনুসন্ধান করবে বন বিভাগ।

Comments