হালদা নদীতে ভেসে উঠল মৃত ডলফিন

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার হালদা থেকে উদ্ধার করা মৃত ডলফিন। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালদা নদী থেকে একটি ডলফিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে হালদা নদীর পাড়ে বাড়িঘোনা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হালদা নদী গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাটহাজারী উপজেলার বাড়িঘোনা এলাকা থেকে স্থানীয়রা ডলফিনের মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, 'ডলফিনটির ওজন প্রায় ২৫ কেজি এবং দৈর্ঘ্য ৫৬ ইঞ্চি।'

'মরদেহটি পচে গেছে। এ কারণে মৃত্যুর কারণ জানা যায়নি,' যোগ করেন তিনি।

২০১৭ সাল থেকে হালদা নদীতে মোট ৪০টি ডলফিন মারা গেছে বলে জানান তিনি।

Comments