বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট, ঠাকুরগাঁওয়ে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের
পরিবেশ দূষণ বন্ধে বগুড়া, টাঙ্গাইল, লালমনিরহাট ও এবং ঠাকুরগাঁওয়ের সব অবৈধ ইটভাটা অবিলম্বে বন্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এই চার জেলার জেলা প্রশাসকদের নির্দেশনা বাস্তবায়ন করে আগামী দুই সপ্তাহের মধ্যে এ ব্যাপারে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
অবৈধ ইটভাটার ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত ৬ নভেম্বর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
সেই সঙ্গে ইটভাটা নিয়ন্ত্রণ আইন, ২০১৩-এর অধীনে চার জেলার অবৈধ ইটভাটা বন্ধে সরকারের সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আবেদনের শুনানির সময় এইচআরপিবির কৌঁসুলি মনজিল মোরসেদ হাইকোর্টকে বলেন, চার জেলায় শতাধিক অবৈধ ইটভাটা চলছে যা পরিবেশ, কৃষিজমি এবং বনের ক্ষতি করছে।
কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি।
মনজিল মোরসেদ দ্য ডেইলি স্টারকে বলেন, আইন অনুযায়ী অবৈধ ইটভাটা পরিচালনার সর্বোচ্চ শাস্তি দুই বছরের কারাদণ্ড।
Comments