Skip to main content
T
সোমবার, মার্চ ২৭, ২০২৩
The Daily Star Bangla
আজকের সংবাদ English
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • মতামত
  • স্বাস্থ্য
  • খেলা
  • বাণিজ্য
  • বিনোদন
  • জীবনযাপন
  • সাহিত্য
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • প্রবাসে
  • E-paper
  • English
অনুসন্ধান English T
  • আজকের সংবাদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • মতামত
  • স্বাস্থ্য
  • খেলা
  • বাণিজ্য
  • বিনোদন
  • জীবনযাপন
  • সাহিত্য
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • প্রবাসে

  • ABOUT US
  • CONTACT US
  • SMS SUBSCRIPTION
  • ADVERTISEMENT
  • APPS
  • NEWSLETTER
পরিবেশ

‘গাজীপুরে একটি জলাশয়ও দূষণমুক্ত নেই’

পরিবেশদূষণে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজীপুর জেলা, গাজীপুরে একটি জলাশয়ও দূষণমুক্ত নেই বলে উঠে এসেছে পরিবেশ বিষয়ক গণশুনানীতে।
নিজস্ব সংবাদদাতা, গাজীপুর
সোমবার নভেম্বর ৭, ২০২২ ০৭:৩১ অপরাহ্ন সর্বশেষ আপডেট: সোমবার নভেম্বর ৭, ২০২২ ০৭:৩১ অপরাহ্ন
গাজীপুর পরিবেশ
গাজীপুরের পিটিআই ক্যাম্পাসের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আজ সোমবার গণশুনানি অনুষ্ঠিত হয়। ছবি: স্টার

পরিবেশদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজীপুর জেলা, জেলায় কোনো জলাশয়ই দূষণমুক্ত নয় বলে উঠে এসেছে পরিবেশ বিষয়ক গণশুনানিতে।

সোমবার দুপুর ১২টার দিকে গাজীপুরের পিটিআই ক্যাম্পাসের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে গণশুনানি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে।

পরিবেশবাদী সংগঠন বেলা, নদী পরিব্রাজক দল, সিএএফওডি, সুইডেন স্ভেরিজ এর আয়োজনে শুনানি অনুষ্ঠিত হয়। 'পরিবেশ দূষণে বিপর্যস্ত গাজীপুর' শিরোনামে শুনানিতে বেলা'র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রীণা পারভীন, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন।

জলাশয়গুলো সংকুচিত হওয়া, দখল হওয়া, কারখানা ও গৃহস্থালী বর্জ্য ফেলা, বনের জমিতে কলকারখানা, বসতবাড়ি, পার্ক নির্মাণসহ নানা কারণে দূষণের এসব ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন অংশ নেওয়া বিভিন্ন কমিউনিটির মানুষ।

গণশুনানিতে অংশ নেন বিভিন্ন কমিউনিটির মানুষ। ছবি: স্টার

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম বিভাকর বলেন, 'গাজীপুরের পরিবেশ স্বাভাবিক করতে হলে জনগণের অংশগ্রহণে প্রশাসনের নিয়মিত মনিটরিং, আইনের যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কৃষিজমিতে কলকারখানা ও বাড়িঘর নির্মাণ করা যাবে না। শিল্পায়ন যেমনভাবে অর্থনীতির জন্য  ভূমিকা রাখে তেমনি পরিবেশ দূষণ বন্ধ করাও অর্থনীতির জন্য অন্যতম সহায়ক।
গাজীপুর ইতিহাস ঐতিহ্য উন্নয়নে'র চেয়ারম্যান প্রকৌশলী মো. শামসুল হক বলেন, কাগজপত্রে গাজীপুরের জনসংখ্যা দেখানো হয় ২৬ লাখ। এই জনগোষ্ঠীর বর্জ্যের জন্য প্রতিদিন ৭০ শতক জায়গার প্রয়োজন। অথচ এখন পর্যন্ত অপরিকিল্পতভাবে সড়ক ও জনপথের জায়গায় দিনের পর দিন বর্জ্য ফেলে যাচ্ছে সিটি করপোরেশন।
গাজীপুরে শব্দদূষণ বন্ধে পরিবহন চালক এবং শব্দদূষণ করে এমন প্রতিষ্ঠানের লোকদের ডেকে অনুষ্ঠান করা দরকার বলেও মত দেন তিনি।
নদী পরিব্রাজক দলের গাজীপুরের সভাপতি মোশারফ হোসেন বলেন, মোগরখালের পাড়ে মাদ্রাসা, মসজিদসহ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। মোগরখালটি ৯টি গ্রামের মধ্যে  প্রবাহিত। খালের দুই পাশে ২০টি গ্রামের উপকারভোগী মানুষ রয়েছেন। হাজার হাজার একর জমি আবাদ হয় খালের পানি দিয়ে। যদিও আমরা এখন আর কৃষিজমি আবাদ করতে পারছি না।
শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পরিবেশ দূষণরোধে পরিবেশ অধিদপ্তরের লোকজন কখনো ভূমিকা রাখতে যায়নি। শ্রীপুর পৌর এলাকায় গার্মেন্টসসহ একাধিক কারখানা দিনের পর দিন রাসায়নিক বর্জ্যে পরিবেশ দূষণ করছে। নাম্বারবিহীন ড্রাম ট্রাক দিয়ে কলকারখানার বর্জ্য দিনে অথবা রাতে শ্রীপুরের লবণদহ খালের গড়গড়িয়া মাস্টারবাড়ী ব্রিজ থেকে ফেলা হয়। মুলাইদ এলাকার কেমিক্যাল কারখানার বর্জ্য নিয়মিত ওই খালে ফেলা হচ্ছে। শুধু একটি নয়, টঙ্গী থেকে ময়মনসিংহের ভালুকা পর্যন্ত যতগুলো ক্যামিক্যাল কারখানা রয়েছে সবগুলোর বর্জ্য শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ী লবণদহ ব্রিজ থেকে ফেলা হচ্ছে। এটি প্রতিরোধ করতে হবে।

তিনি বলেন, ৮৩টি রেইনট্রি কড়ই গাছ রোপনের পর ৫৩টি গাছ বেঁচেছিল। পরে বিষাক্ত দূষনে সবগুলো গাছ মারা যায়।
রোভারপল্লী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমীর হোসেন বলেন, বনবিভাগের স্থানীয় লোকজনই মনিপুরের বন ধ্বংস করছে। তারা ১৫/২০ ফুট বনের জমি ৫০ থেকে এক লাখ টাকার বিনিময়ে বাড়ি করার অনুমতি দিচ্ছে। শিল্প মালিক যারা বন দখল করছে, রিসোর্ট পার্ক তৈরি করছে সেসব রাঘব বোয়ালদের বিরুদ্ধে মামলা হয় না। তাদের সংখ্যা খুব কম। মামলার শিকার হচ্ছে এলাকার নিরীহ সাধারণ মানুষ, যারা দখলের প্রতিবাদ করে।
বিপাশা আফরিন বলেন, ময়লার কারণে গাজীপুর শহরের শিববাড়ী থেকে চৌরাস্তা পর্যন্ত নাক খুলে শ্বাস নিতে পারেন না শুধুমাত্র ময়লার ভাগাড়ের জন্য।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল্লাহ মৃধা বলেন, ক্যাম্পাসের পাশ দিয়ে খালের পানিতে বিষাক্ত বর্জ্য প্রবাহিত হচ্ছে। তার প্রভাবে গবেষণাগারের মাছে নতুন রোগের সৃষ্টি হচ্ছে। গরুর জন্য চাষ করা ঘাসের মধ্যে এমন কিছু বিষ দেখা গেছে যা গাভী খাওয়ার পর দুধ পর্যন্ত বিষাক্ত হয়ে উঠেছে। তিনি পরিবেশ দূষণে এসবের প্রতিকার দাবি করেন।
শ্রীপুর উপজেলা নদী পরিব্রাজক দলের সহসভাপতি মো. মহসীন বলেন, ব্যাটারি কারখানার বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যে কেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ওই এলাকার মানুষ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে।
সাহাপাড়ার বাসিন্দা কাজী বদরুত আলম মনির বলেন, গাজীপুর শহরের জোড়পুকুর, সিটি করপোরেশন ভবনের উত্তর পাশের পুকুর, ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন টাঙ্কিরপাড়া পুকুর, কালীবাড়ী পুকুর, রাণী বিলাসমনি পুকুরের মধ্যে বেশ কয়েকটি দখল এবং কিছু মৃতপ্রায় হয়ে উঠেছে।
জেলে আব্দুল খালেক বলেন, আগে গাজীপুরের জলাশয়গুলো থেকে মাছ ধরে বিক্রি করে সংসার চালাতাম। এখন এসব জলাশয়ে মাছ পাওয়া যায় না। পেশাও পরিবর্তন করতে পারছি না। খুব দুঃখ কষ্টে দিনাতিপাত করছি।
গাজীপুরের জেলা প্রশাসক শুনানীতে অংশগ্রহণকারীদের বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, জেলায় সরকারের একজন প্রতিনিধি হিসেবে তার অনেক দায় রয়েছে। গত ত্রিশ বছরে গাজীপুরে অর্থনৈতিক ট্রান্সফরমেশন হয়েছে। আগে জলাশয়ের যে প্রবাহ খাল বিলে ছিল এখন আর নেই। তার সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের নিবৃত করার চেষ্টা করেছেন। মোগরখালের একটি অংশে ব্যক্তিগত জায়গা রয়েছে। আমরা সেটি খুলে দিতে পারিনি। একটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সিটি করপোরেশনের ২০৬টি পুকুর বেদখল হয়ে গিয়েছিল। সেখানে ইতোমধ্যে আমরা ৮টি পুকুর উদ্ধার করেছি। আমার কাছে এনফোর্স করার মতো সুযোগ রয়েছে কিন্তু সাসটেইন করার মতো বাজেট আমার কাছে নেই। পানি উন্নয়ন বোর্ডের সাথে মিটিং করে সব পুকুর একটি প্রকল্পের আওতায় এনে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। জেলা প্রশাসন হাজার হাজার ইস্যু নিয়ে কাজ করছে। সেখানে সাসটেইন করার দায়িত্ব তিনি জনসাধারণকে নেয়ার আহবান জানান। মানুষের সম্পৃক্ততা ছাড়া গাজীপুরের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।

 

সম্পর্কিত বিষয়:
গাজীপুরপরিবেশ দূষণ
Apple Google
Click to comment

Comments

Comments Policy

সম্পর্কিত খবর

১ সপ্তাহ আগে | অপরাধ ও বিচার

শ্রীপুরে টাকা চুরির অভিযোগে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতন

১ সপ্তাহ আগে | বন্যপ্রাণী

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অসুস্থ বাঘটি মারা গেছে

শ্রীপুরে নির্মাণাধীন গার্মেন্টস ভবনের ছাদ ধসে নিহত ২
১ মাস আগে | দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

শ্রীপুরে নির্মাণাধীন গার্মেন্টস ভবনের ছাদ ধসে নিহত ২

ভারতে প্লাস্টিকের পরিবর্তে বিকল্প পণ্য ব্যবহারের প্রচারণা
৮ মাস আগে | ভারত

ভারতে ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

৩ সপ্তাহ আগে | দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

The Daily Star  | English

HC wants info on Rab members who arrested, grilled Jasmine

The High Court today wanted to know details of Rab personnel involved in arresting and interrogating Sultana Jasmine of Naogaon, who died in Rab custody on March 24

43m ago

Sattola slum fire: Another tragedy, more stories of despair

2h ago
The Daily Star
সাহসিকতা • সততা • সাংবাদিকতা
  • ABOUT US
  • CONTACT US
  • SMS SUBSCRIPTION
  • ADVERTISEMENT
  • APPS
  • NEWSLETTER
© 2023 thedailystar.net | Powered by: RSI LAB
Copyright: Any unauthorized use or reproduction of The Daily Star content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.