গাজীপুরে আসন বাড়ানো ও বাগেরহাটে কমানোর প্রস্তাব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলায় নতুন একটি সংসদীয় আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পাশাপাশি বাগেরহাট জেলায় একটি সংসদীয় আসন কমানোর প্রস্তাব দিয়েছে ইসি।
এছাড়া, ৪২টি সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব দিয়েছে ইসি।
বর্তমানে গাজীপুরে ৫টি সংসদীয় আসন ও বাগেরহাটে ৪টি সংসদীয় আসন আছে।
আজ বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান নির্বাচন কমিশন ইসি আনোয়ারুল ইসলাম সরকার।
ইসি আনোয়ারুল বলেন, 'গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার থাকায় এ জেলায় একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংসদীয় সীমানা নির্ধারণ বিষয়ক কারিগরি কমিটি। আর বাগেরহাটে ভোটার কম হওয়ায় এই জেলা থেকে একটি সংসদীয় আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি।'
তিনি বলেন, 'আসন পুনর্নির্ধারণসহ প্রায় ১৫০০ আবেদন ইসিতে জমা পড়েছিল। ৪২টি আসন রিলেটেড আবেদনে ছোট-বড় সংশোধন বা ছোট-বড় অ্যাডজাস্টমেন্টের প্রস্তাব আমাদের টেকনিক্যাল কমিটি করেছে। সেই অনুযায়ী আমরা একটা প্রস্তাব রেডি করেছি।'
কোনো কোনো আসনে পুনর্বিন্যাস হচ্ছে জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম সরকার জানান, পঞ্চগড়-১ , পঞ্চগড়-২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১, সিরাজগঞ্জ-২, সাতক্ষীরা-৩, সাতক্ষীরা-৪, খুলনা-১, খুলনা-২, খুলনা-৩, খুলনা-৪, খুলনা-৫, খুলনা-৬, শরীয়তপুর-২, শরীয়তপুর-৩, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-৭, ঢাকা-১০, ঢাকা-১৪, ঢাকা-১৯, গাজীপুর-১, গাজীপুর-২, গাজীপুর-৩, গাজীপুর-৫, গাজীপুর-৬, নারায়ণগঞ্জ-৩, নারায়ণগঞ্জ-৪, নারায়ণগঞ্জ-৫, সিলেট-১, সিলেট-৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৩, কুমিল্লা-১, কুমিল্লা-২, কুমিল্লা-১০, কুমিল্লা-১১, নোয়াখালী-১, নোয়াখালী-২, নোয়াখালী-৪, নোয়াখালী-৫, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-৮ আসন পুনর্বিন্যাস হচ্ছে।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য গত ১৬ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে সাত সদ্যসের একটি বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে ইসি।
কমিটিতে ছিলেন ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক, মো. মোস্তাফিজুর রহমান (ভূগোলবিদ), কে এইচ রাজিমুল করিম (মানচিত্রকর), মোশিউর রহমান রিমু (তথ্য-প্রযুক্তিবিদ), ড. ফারহানা আহমেদ (নগর পরিকল্পনাবিদ), হিফজুর রহমান (পরিসংখ্যানবিদ) ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন।
সীমানা পুনর্নির্ধারণের এই কমিটি আজ বুধবার তাদের প্রতিবেদন জমা দিয়েছে ইসিতে।
প্রতিবেদন প্রসঙ্গে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সীমানা পুনঃনির্ধারণ আইন ২০২১ এর ৬ ধারা অনুযায়ী, প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারী, এই ৩টি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সীমানাটা নির্ধারণের প্রস্তাব করেছে কমিটি।
এই নির্বাচন কমিশনার বলেন, 'বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী তারা ভোটার সংখ্যা এবং জনসংখ্যা অ্যানালাইসিস করে তাদের প্রস্তাব হচ্ছে, বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে।'
আনোয়ারুল ইসলাম সরকার জানান, এই প্রস্তাব গেজেট আকারে প্রকাশ হবে শিগগির। কমিশন অনুমোদন দেওয়ার পরিপ্রেক্ষিতে এটি গেজেট আকারে প্রকাশ হওয়ার পথে।
সংসদীয় সীমানা পুনর্নির্ধারণে আপত্তি নিষ্পত্তির সময় কতদিন, জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, 'যেকোনো সংযোজন, বিয়োজন, আপত্তি বা যেকোনো ভুলত্রুটি থাকলে আগামী ১০ আগস্ট পর্যন্ত তা জানানো যাবে।'
Comments